ডিসেম্বর মাসের ছুটির তারিখ সমূহ
ডিসেম্বর মাসের ছুটির তারিখ সম্পর্কে আমরা আজকে জানব। ডিসেম্বর মাসে বাংলাদেশে ঘটে যাওয়া একটি খুশিময় ঘটনা ঘটেছিল। যার ফলে বাংলাদেশ প্রতি বছর সেই দিনটি অনেক আনন্দের সহিত উদযাপন করা হয়। এছাড়াও আরো অনেক দিবস রয়েছে যেগুলো আমাদের জানা উচিত।
ডিসেম্বর মাসেই আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনভাবে এখন যে চলাফেরা করছি তার জন্য ১৯৭১ সালের ডিসেম্বর মাসে আমরা স্বাধীনতা লাভ করে ফলে আজকে আমরা স্বাধীন ভাবে চলাচল করতে পারছি। তাহলে চলুন জেনে নেয়া যাক ডিসেম্বর মাসে ছুটির তারিখ ও ডিসেম্বর মাসের দিবস গুলো।
পোস্ট সূচিপত্রঃ ডিসেম্বর মাসের ছুটির তারিখ সমূহ
ডিসেম্বর মাসে সরকারি ও বেসরকারি ছুটি
ডিসেম্বর মাস হল আনন্দের মাস বিজয় উল্লাসের মাস। বাংলাদেশের জন্য ডিসেম্বর মাস
এত আনন্দের মাস হওয়ার কারণ এই মাসে বাংলাদেশ স্বাধীন হয়ে পৃথিবীর
বুকে বাংলাদেশ নামক একটি দেশ নামে জায়গা করে নেয়। সেজন্য ডিসেম্বর মাসে সরকারি
ও বেসরকারি ছুটি রয়েছে । এই আর্টিকেলে ডিসেম্বর মাসের সরকারি ও বেসরকারি ছুটি
সম্পর্কে তুলে ধরা হবে। তাই সরকারী ও বেসরকারি ছুটি সম্পর্কে জানতে হলে এ
আর্টিকেলটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।
এমনকি আপনি নিচে ডিসেম্বর ২০২৪ ক্যালেন্ডার সহ পেয়ে যাবেন। তাহলে চলুন
জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে ছুটির তারিখ গুলো।
ডিসেম্বর মাসের ছুটির তারিখ
ডিসেম্বর মাসের সরকারি ছুটির তালিকাটি দেওয়া হচ্ছে। এছাড়াও ডিসেম্বর মাসে
বেসরকারি যে ছুটিগুলো রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ডিসেম্বর মাস
হচ্ছে বাঙালি জাতির কাছে একটি স্মরণীয় দিন ও আনন্দময় দিন। কারণ এই দিনেই
বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করে।
যেহেতু ডিসেম্বর মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তাই ডিসেম্বর মাসে স্বাধীনতা
দিবস নামে একজন ছুটি থাকবে এটাই তো স্বাভাবিক। যাই হোক নিচে দেয়া হলো ছোট
সম্পর্কে।
আরো পড়ূনঃ সময়ের সাথে নিজেকে পরিবর্তন
১৬ই ডিসেম্বরঃ বাংলাদেশের ১৬ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। তাই বাংলাদেশে ১৬ই
ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করা হয়। এজন্য সেদিন সারা বাংলাদেশ ছুটি ঘোষিত
থাকে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সেদিন বন্ধ থাকে। সবাই মেতে উঠে আনন্দে উল্লাসে।
সবাই বাংলাদেশে সেই দিন বিজয় দিবস পালন করতে ব্যস্ত থাকে। বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে ছোট বড় বিভিন্ন ধরনের বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়। অনেক জায়গায় বড় বড় মেলা বসে।
১৬ই ডিসেম্বর বাঙালি জাতির জীবনে একটি ঐতিহ্যবাহী দিন। এটি হচ্ছে ডিসেম্বর মাসের
প্রথম সরকারি ছুটি। এরপর রয়েছে আরও একটি সরকারি ছুটি। সেই ছুটি নিচে দেওয়া
হল।
২৫শে ডিসেম্বরঃ যীশু খ্রীষ্টের জন্মদিন বা বড়দিন হিসেবে এই দিনটি পালন করা হয়।
খ্রিস্টান ধর্মের লোকজন ২৫ ডিসেম্বরকে বড়দিন বলে তারা সেই দিনটি উদযাপন করে।
খ্রিস্টান ধর্মের লোকজন মনে করে তাদের দেবতার সৃষ্টি বা জন্মদিন হয়েছিল ২৫
ডিসেম্বর। এই দিনটিকে তারা বড়দিন দিবস হিসাবে পালন করে। এই দিনটি গোটা পৃথিবীর
যত খ্রিস্টান ধর্মের মানুষ রয়েছে সবাই এই দিনটিকে পালন করে আনন্দের সহিত। এটা
বাংলাদেশেও উদযাপিত হয়।
এই হলো বাংলাদেশের ডিসেম্বর মাসের ছুটির তারিখ। এই দুইদিন সরকারি ভাবে ছুটি
থাকে। এছাড়াও বেসরকারি ছুটি রয়েছে যেগুলো সে সম্পর্কে দেখতে হলে আর্টিকেলটি
সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে থাকুন। নিচে ডিসেম্বর মাসে বেসরকারি ছুটির সম্পর্কে
আলোচনা করা রয়েছে।
ডিসেম্বর মাসের ক্যালেন্ডার ২০২৪
ডিসেম্বর
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ |
শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ ১৬ ২৮ |
২ ১৭ ২৯ |
৩ ১৮ ১ |
৪ ১৯ ২ |
৫ ২০ ৩ |
৬ ২১ ৪ |
৭ ২২ ৫ |
৮ ২৩ ৬ |
৯ ২৪ ৭ |
১০ ২৫ ৮ |
১১ ২৬ ৯ |
১২ ২৭ ১০ |
১৩ ২৮ ১১ |
১৪ ২৯ ১২ |
১৫ ৩০ ১৩ |
১৬ ১ ১৪ |
১৭ ২ ১৫ |
১৮ ৩ ১৬ |
১৯ ৪ ১৭ |
২০ ৫ ১৮ |
২১ ৬ ১৯ |
২২ ৭ ২০ |
২৩ ৮ ২১ |
২৪ ৯ ২২ |
২৫ ১০ ২৩ |
২৬ ১১ ২৪ |
২৭ ১২ ২৫ |
২৮ ১৩ ২৬ |
২৯ ১৪ ২৭ |
৩০ ১৫ ২৮ |
৩১ ১৬ ২৯ |
ডিসেম্বর মাসের অন্যান্য দিবস গুলি
ডিসেম্বর মাসে আরো অনেক দিবস রয়েছে। যেগুলো বাংলাদেশে পরিচালিত হয় না বা
উদযাপিত হয় না তবুও বিশ্বের কোন না কোন জায়গা কোন না কোন দেশে এই দিবস গুলোর
জন্য ছুটি ঘোষিত হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসে অন্যান্য দিবস
গুলোকে।
১ ডিসেম্বর --- এইডস দিবস।
৭ ডিসেম্বর--- আন্তর্জাতিক সামরিক বিমান চলাচল দিবস।
৫ ডিসেম্বর--- আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস।
৯ ডিসেম্বর --- আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
১০ ডিসেম্বর--- মানবাধিকার দিবস।
১১ ডিসেম্বর--- ইউনিসেফ দিবস।
১১ ডিসেম্বর--- আন্তর্জাতিক পর্বত দিবস।
১৪ ডিসেম্বর--- শহীদ বুদ্ধিজীবী দিবস।
১৫ ডিসেম্বর--- চা দিবস।
১৯ ডিসেম্বর--- জাতীয় গণতন্ত্র দিবস।
১৮ ডিসেম্বর--- আন্তর্জাতিক অভিবাসী দিবস।
২০ ডিসেম্বর--- আন্তর্জাতিক মানব সংহতি দিবস।
২৩ ডিসেম্বর--- কৃষক দিবস।
২৯ ডিসেম্বর---আন্তর্জাতিক জবরদখল বিরোধী দিবস।
বেসরকারি ছুটি গুলো দেখুন
ইতিমধ্যে ডিসেম্বর মাসের ছুটির তারিখ এর মধ্যে সরকারি
ছুটিগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এখন রয়েছে ডিসেম্বর মাসের ছুটির
তারিখ এর মধ্যে বেসরকারি ছুটিগুলো। এখন ডিসেম্বর মাসে বেসরকারি ছুটিগুলো নিয়ে
আলোচনা করা হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত সরকারের কোন নিয়ম-কানুনের
মধ্যে তেমন ভাবে থাকে না। তাই বেসরকারি প্রতিষ্ঠানের ছুটির কোন নিয়ম-কানুন নাই।
সরকারি প্রতিষ্ঠান গুলোতে সরকারের নির্বাচিত ছুটি ছাড়া তারা অন্য কোন ছুটি দিতে
পারে না।
অন্যথায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকার যেদিন ছুটি ঘোষণা করে থাকে সেদিনও ছুটি
হয়, আবার সরকারের ঘোষিত নয় এমন দিনগুলোতেও তারা ইচ্ছা করলে ছুটি দিতে
পারে। তাই বেসরকারিভাবে ছুটিগুলো তেমনভাবে হয়ে থাকে না।
ডিসেম্বর মাসের ছুটির তারিখ নিয়ে আমার শেষ কথা
ডিসেম্বর মাসে ছুটি নিয়ে এই আর্টিকেলটি অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত
পড়েছেন আশা করি। এই আর্টিকেল সম্পূর্ণ পড়তে পড়তে নিশ্চয়ই আপনার সামনে ২০২৪
সালের ক্যালেন্ডারটি চোখে পড়েছে। এ আর্টিকেলটি তথ্যবহুল একটি আর্টিকেল। এই
আর্টিকেল থেকে আপনি আপনার না জানা তথ্যগুলো সম্পর্কে জানতে পেরেছেন বলে মনে করি।
এমনই অনেক জানা-অজানা তথ্য আমরা আমাদের এই ওয়েবসাইটে দিয়ে থাকি। আর এসব তথ্য
পেতে আমাদের সাথে থাকবেন।
আর এই আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে। অবশ্যই আপনি আপনার
বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন। সুন্দরভাবে কমেন্ট করতে পারেন।
SHAMSA2Z নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url