ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল অ্যাড খুব সহজে

  

ওয়েবসাইটে সার্চ কনসোল অ্যাড করুন খুব সহজে মাত্র কয়েকটি ধাপ এ। অনেকে আছে যারা গুগল সার্চ কনসোল এর সঠিক তথ্য দিয়ে থাকে না, যার ফলে নিজের ব্লগার ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল এড করতে অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু আমরা দিচ্ছি সার্চ কনসোল  অ্যাড হওয়ার ১০০% নিশ্চায়তা।



আমরা মাত্র কয়েকটি স্টেপের মাধ্যমে গুগল সার্চ কনসোল  এন্ড করার কাজটা সম্পন্ন করে দিয়েছি খুব সহজে। প্রথম থেকে মনোযোগ সহকারে আমাদের ধাপগুলো অনুসরণ করুন , তাহলে আপনি আপনার ওয়েবসাইটে সার্চ কনসোল  এড করা নিয়ে আর কোন ঝামেলা থাকবে না। নিচে সেগুলো দেয়া হলো।

পোস্ট সূচিপত্রঃ ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল অ্যাড করুন খুব সহজে 

ওয়েবসাইটে সার্চ কনসোল এড করার ১ম ধাপ

ওয়েবসাইটে সার্চ কনসোল  এড করতে হলে প্রথমে আপনি আপনার ব্লগার ওয়েবসাইট গুগল ক্রমে ওপেন করুন। এরপর গুগল ক্রোমে গিয়ে গুগল সার্চ কনসোল(Google search consul) লিখে সার্চ করুন। মনে রাখবেন আপনি আপনার ব্লগার ওয়েবসাইট টি যে জিমেইল দিয়ে ক্রিয়েট করেছেন ঠিক একই gmail দিয়ে সার্চ কনসোল  এড করতে হবে। গুগল সার্চ কনসোল  সার্চ করা হলে গুগলের যেটি আসল সার্চ কনসোল   ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করুন।
উপরের ছবিতে দেখা একটি বাটন আপনার সামনে আসবে সেখানে ক্লিক করুন। তাহলে আপনার ওয়েবসাইটে সার্চ কনসোল  এড করার প্রথম ধাপ শেষ।

ওয়েবসাইটে সার্চ কনসোল এড করার ২য় ধাপ

এবার নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপে ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।



এবার এখানে দু ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছেন । একটি হচ্ছে ডোমেইন এবং অপরটি হচ্ছে ইউআরএল প্রেফিক্স। আমরা ইউআরএল প্রিফিক্স টা সিলেক্ট করব। এরপর আপনার ওয়েবসাইটের হোম পেজের ইউআরএল আছে সেটি কপি করে এখানে পেস্ট করুন। তবে অবশ্যই সতর্ক থাকবেন ইউ আর এল পেস্ট করার পরে ইউ আর এল এর শেষের (/) এই স্ল্যাশ চিহ্নটি কেটে দিবেন। ঠিক এমন ভাবে( https://www.shamsa2z.com )। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন।


ক্লিক কন্টিনিউ বাটনে ক্লিক করার পর।আপনি যদি সঠিকভাবে সকল ইনফরমেশন সঠিকভাবে দিয়ে থাকেন এবং আপনার জিমেইলের সাথে সার্চ-কন্সরের জিমেইল ম্যাচ হয়ে যায়। তাহলে গুগল থেকে অটোমেটিক ওয়নারশিপ ভেরিফিকেশন নিয়ে নিবে।এরপর পরবর্তী ধাপে আসুন।


ওয়েবসাইটে সার্চ কনসোল এড করার ৩য় ধাপ

ওয়নারশিপ ভেরিফিকেশন হয়ে গেলে নিচের ইমেজ এর মত একটি ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে।


যদি আপনার ওয়নারশিপ ভেরিফিকেশন সঠিকভাবে হয়ে থাকে তাহলে এমন একটি পপ মেসেজ আসবে এবং মেসেজের উপরে এমন টিক চিহ্ন উঠে থাকবে। এরপর ওপরের ছবিতে দেখানো go to property এই অংশে ক্লিক করুন। এই অংশে ক্লিক করলে আপনাকে পরবর্তীতে হবে গুগল নিয়ে যাবে। সব সময় গুগলকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। তাহলে আপনার কাজটি সঠিকভাবে হবে। নইলে অনেক ভোগান্তিতে পড়তে হতে পারে। এবার পরবর্তী ধাপে আসুন।

ওয়েবসাইটে সার্চ কনসোল এড করার ৪র্থ ধাপ

আপনার সামনে একটি ইন্টারফেস আসবে আপনি দেখতে পাবেন বাম পাশের সাইডবারে সাইটম্যাপ নামে একটি জায়গা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে।


এবার আপনার কাজ হল আপনার ওয়েবসাইটের যত পোস্ট আছে এবং পেজ আছে সেগুলো গুগলের কাছে সাবমিট করা। এবার আপনি উপরের ইমেজ টিতে দেখতে পাচ্ছেন add a new sitemap লেখা আছে। গুগল কর্তৃক আগে থেকে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি ওখানে বসিয়ে দিয়েছে। এখন আপনার ওয়েবসাইটে থাকা পোস্ট গুগলের কাছে দিতে হলে sitemap.xml এইটা লিখে সাবমিট করুন। এবং পেজ গুগলের কাছে দিতে হলে sitemap.pages.xml এইটা লিখে সাবমিট করুন। 



এরপর পরবর্তীতে ধাপে আসুন।

ওয়েবসাইটে সার্চ কনসোল এড করার ৫ম ধাপ

এই ধাপে এই ধরনের ইন্টারফেস দেখতে পারলে বুঝবেন আপনার পোস্ট এবং পেজ সাবমিট হয়ে গেছে গুগলের কাছে।


যদি couldn't fetch লেখা আসে তাহলে বুঝবেন আপনার ওয়েবসাইটে কোন পেজ বা পোস্ট নেই। যদি পোস্ট এর বেলায় এমন আসে তাহলে বুঝবেন পোস্ট নেই, আর পেজের বেলায় যদি এমন হয় তাহলে বুঝবেন পেজ নেই। সে ক্ষেত্রে নতুন ভাবে পোস্ট বা পেজ পাবলিশ করুন তারপর একইভাবে এসে এখানে সাবমিট করুন তাহলে এখানে আপডেট হয়ে ঠিক হয়ে যাবে। যদি পোস্ট ও পেজ থাকা সত্ত্বেও আপডেট না হয় তাহলে বারবার সাবমিট করতে থাকুন একইভাবে। কয়েকবার চেষ্টার পর ঠিক হয়ে যাবে।

মনে রাখবেন প্রতিদিন একবার এখানে এসে sitemap.xml এটি লিখে আপনার পোস্টগুলোকে আপডেট করতে থাকবেন।

ওয়েবসাইটে সার্চ কনসোল এড করার ৬ষ্ঠ ধাপ

এই ধাপে এসে আবারো বাম পাশের সাইড বারে নিচের দিকে দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন। সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে আসবে।


এমন ইন্টারফেস আসলে আপনি লক্ষ্য করবেন আপনার ওনারশিপ ভেরিফিকেশনটি সফলভাবে হয়েছে। এবার যেখানে লিখা ওনারশিপ ভেরিফিকেশন সেখানে ক্লিক করুন।

ওয়েবসাইটে সার্চ কনসোল এড করার ৭ম ধাপ

আপনার ব্লগার ওয়েবসাইটের সেটিংস এ যান গিয়ে কিছু সেটিংস কে অন করে দিন।


এই দুটা সেটিংস অন করার পর robots.text এই অংশের সেটিংস দুটা অন করে দিন।

পরবর্তী ধাপ গুলোতে যাওয়ার পূর্বে নিচের ইমেজটিতে দেখা কোডটি আপনার ব্লগার ওয়েবসাইটের robots.text এই অংশে পেস্ট করুন। এই কোডটি পেস্ট করার আগে অবশ্যই আপনার ডোমাইনের নামটি বসাবেন তারপর দিবেন।


কোডটি পেতে হলে এখানে ক্লিক করুন ( কোড )। এরপর enable custom robots.text এই অংশে কোড টি পেস্ট করুন।



পেস্ট করা হয়ে গেলে সেভ করুন। অনেক সতর্কতা নিয়ে এই জায়গাটিতে কোড টি পেস্ট করুন। কোন রকমের অসতর্কতার মাধ্যমে যদি কোডটি পেস্ট করতে ভুল হয়ে যায় তাহলে অনেক ভোগান্তিতে  পড়তে হবে।



কোড পেস্ট করার পর নিচের enable custom robots header রয়েছে তার নিচে যে তিনটি অপশন রয়েছে সেখানে একটি একটি করে ক্লিক করুন এবং ওপরের ইমেজের নেয় প্রথমটিতে all এনাবেল করুন, দ্বিতীয়টিতেও all এনাবেল করুন এবং তৃতীয়টিতে all এবং noodp এই দুইটা এনাবেল করে দেন। 

ওয়েবসাইটে সার্চ কনসোল এড করার ৮ম ধাপ

এরপর আবার সার্চ কনসোল  এর যে অপশনে ছিলাম সেখানে আসুন। আসার পর HTML TAG দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে নিচে যে দেখতে পাচ্ছেন তেমন একটি ইন্টারফেস আপনার সামনে আসবে।


এরপরে যে  HTML TAG টি দেখতে পাচ্ছেন সেটি কপি করুন। কপি করার পর আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে চলে যান।

ওয়েবসাইটে সার্চ কনসোল এড করার ৯ম ধাপ

আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে চলে আসলে। আপনার ব্লগার ওয়েবসাইটের HTML EDIT নামে একটি অপশন আছে সেখানে গিয়ে </head> এমন একটি অপশন দেখতে পাবেন। </head> এই অংশের পাশে আপনার মাউস এর কারচার নিয়ে গিয়ে একটি এন্টার দিন। এরপর এই কপি করে নিয়ে আসা কোডটি এখানে পেস্ট করুন।


কোটি পেস্ট করা হয়ে গেলে এখান থেকে সেভ করুন।

ওয়েবসাইটে সার্চ কনসোল এড করার ১০ম ধাপ

এরপর সার্চ কনসোলে এসে ভেরিফাই করুন।


ভেরিফাই এর ক্লিক করলে সকল তথ্য সঠিক হয়ে থাকলে গুগল কর্তৃক থেকে সবকিছু ভেরিফাই হয়ে যাবে। আর এই ভাবেই ওয়েবসাইটে সার্চ কনসোল অ্যাড করুন খুব সহজে ।

লেখকের মন্তব্য

অনেকেই রয়েছে যাদের একটি ব্লগার ওয়েবসাইট রয়েছে কিন্তু তারা সার্চ এড করতে অনেক ভোগান্তির মধ্যে পরে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ওয়েবসাইটের সঠিক ভাবে গুগল সার্চ কনসোল  এড করার প্রক্রিয়াটি তুলে ধরে থাকে না। কিন্তু এখানে ওয়েবসাইটে সার্চ কনসোল অ্যাড করুন খুব সহজে বুঝে দেওয়া রয়েছে। যদি সঠিক তথ্য প্রদান করেন এবং প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করেন তবে কোন ভোগান্তি ছাড়াই সার্চ কনসোল  এড করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

SHAMSA2Z নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url