১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা
১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা ছোট বাচ্চাদের শেখার জন্য সর্বপ্রথম ধাপ। এই আর্টিকেলটিতে এক থেকে পঞ্চাশ পর্যন্তই নয়, ১ থেকে ১০০ পর্যন্ত সঠিক এবং নির্ভুল বানান দেওয়া রয়েছে। আপনার শিশুর হাতে খড়ি হোক সঠিক এবং নির্ভুল।
এই সংখ্যাগুলোর বানান, কিভাবে পড়তে হয়, এবং এর প্রতিচ্ছবি সহ সবকিছু এই আর্টিকেলটিতে সুন্দরভাবে এবং সহজভাবে দেওয়া আছে। সঠিক এবং সহজ ভাবে আপনার শিশুকে যদি বানান শেখাতে চান তাহলে এই আর্টিকেলটি দেখিয়ে সুন্দরভাবে পড়াতে পারবেন। নিচে বানানগুলো দেয়া হলো।
পোস্ট সূচিপত্রঃ ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা
- ১ থেকে ১০০ পর্যন্ত বানান সম্পর্কিত কথা
- ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা
- ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা
- ১ থেকে ১০০ পর্যন্ত বানান এর প্রতিচ্ছবি
- ১ থেকে ১০০ পর্যন্ত বানান কিভাবে পড়বেন দেখুন
- ১ থেকে ৫০ পর্যন্ত জোড় সংখ্যাগুলো
- ১ থেকে ৫০ পর্যন্ত বিজোড় সংখ্যা গুলো
- ৫০ থেকে ১০০ পর্যন্ত জোড় সংখ্যাগুলো
- ৫০ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো
- লেখকের মন্তব্যে ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা
১ থেকে ১০০ পর্যন্ত বানান সম্পর্কিত কথা
মায়ের মুখ থেকেই প্রতিটি শিশু মাতৃভাষা শেখে। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা সেই
ভাষা শিখতে শিখতেই প্রতিটা শিশু বড় হয়। মায়ের কাছে প্রতিটা শিশুর হাতে
খড়ি হয়ে থাকে। মায়ের কাছে প্রথম গণিত শিখে, বাংলাদেশের প্রতিটা মা তার
সন্তানকে বাংলা ভাষায় সবকিছু শেখায়। আমাদের আজকের এই বিষয়টি হচ্ছে ১ থেকে ১০০
পর্যন্ত বানান বাংলা সম্পর্কিত। সঠিক এবং খুব সহজভাবে এই আর্টিকেলটিতে আজকে ১
থেকে ১০০ পর্যন্ত বানান দেওয়া রয়েছে।
নির্ভুল বানানগুলো আপনি আপনার সন্তানকে শেখাতে পারবেন। যদি এই আর্টিকেলটি আপনি
সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েন তাহলে সঠিক তথ্য পাবেন। এক্ষেত্রে আপনার সুবিধা হবে
আপনার সন্তানকে বোঝানোর ক্ষেত্রে। তাহলে আসুন জেনে নেওয়া যাক ১ থেকে ১০০
পর্যন্ত বানান।
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা
আমরা প্রথমে জেনে নেব আগে ১ থেকে ১০০ পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সে
সংখ্যাগুলোকে। এরপরে আপনি আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকলে ১ থেকে ১০০ পর্যন্ত
যে বানান রয়েছে সে বানানগুলো দেখতে পাবেন। আমরা বিষয়গুলোকে খুবই সহজ করার
চেষ্টা করছি। তাই মনোযোগ সহকারে পড়তে থাকুন।
আরো পড়ূনঃ কদবেলের উপকারিতা ও অপকারিতা
সংখ্যা | সংখ্যা |
---|---|
১ | ৫১ |
২ | ৫২ |
৩ | ৫৩ |
৪ | ৫৪ |
৫ | ৫৫ |
৬ | ৫৬ |
৭ | ৫৭ |
৮ | ৫৮ |
৯ | ৫৯ |
১০ | ৬০ |
১১ | ৬১ |
১২ | ৬২ |
১৩ | ৬৩ |
১৪ | ৬৪ |
১৫ | ৬৫ |
১৬ | ৬৬ |
১৭ | ৬৭ |
১৮ | ৬৮ |
১৯ | ৬৯ |
২০ | ৭০ |
২১ | ৭১ |
২২ | ৭২ |
২৩ | ৭৩ |
২৪ | ৭৪ |
২৫ | ৭৫ |
২৬ | ৭৬ |
২৭ | ৭৭ |
২৮ | ৭৮ |
২৯ | ৭৯ |
৩০ | ৮০ |
৩১ | ৮১ |
৩২ | ৮২ |
৩৩ | ৮৩ |
৩৪ | ৮৪ |
৩৫ | ৮৫ |
৩৬ | ৮৬ |
৩৭ | ৮৭ |
৩৮ | ৮৮ |
৩৯ | ৮৯ |
৪০ | ৯০ |
৪১ | ৯১ |
৪২ | ৯২ |
৪৩ | ৯৩ |
৪৪ | ৯৪ |
৪৫ | ৯৫ |
৪৬ | ৯৬ |
৪৭ | ৯৭ |
৪৮ | ৯৮ |
৪৯ | ৯৯ |
৫০ | ১০০ |
১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা
আপনি ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা জেনেছেন উপরের দিকে। আমাদের মূল বিষয়টি ছিল
বাংলা বানান। আমরা মূলত সংখ্যা গুলো শেখানোর পর আমাদের শিশুদেরকে বানান শেখায়।
তার চলন জেনে নেওয়া যাক বাংলা বানানগুলো।
সংখ্যা | বানান |
---|---|
১ | এক |
২ | দুই |
৩ | তিন |
৪ | চার |
৫ | পাঁচ |
৬ | ছয় |
৭ | সাত |
৮ | আট |
৯ | নয় |
১০ | দশ |
১১ | এগারো |
১২ | বারো |
১৩ | তেরো |
১৪ | চৌদ্দো |
১৫ | পনেরো |
১৬ | ষোলো |
১৭ | সতেরো |
১৮ | আঠারো |
১৯ | উনিশ |
২০ | বিশ |
২১ | একুশ |
২২ | বাইশ |
২৩ | তেইশ |
২৪ | চব্বিশ |
২৫ | পঁচিশ |
২৬ | ছাব্বিশ |
২৭ | সাতাশ |
২৮ | আঠাশ |
২৯ | ঊনত্রিশ |
৩০ | ত্রিশ |
৩১ | একত্রিশ |
৩২ | বত্রিশ |
৩৩ | তেত্রিশ |
৩৪ | চৌত্রিশ |
৩৫ | পঁয়ত্রিশ |
৩৬ | ছত্রিশ |
৩৭ | সাঁইত্রিশ |
৩৮ | আটত্রিশ |
৩৯ | উনচল্লিশ |
৪০ | চল্লিশ |
৪১ | একচল্লিশ |
৪২ | বিয়াল্লিশ |
৪৩ |
তেতাল্লিশ
|
৪৪ | চুয়াল্লিশ |
৪৫ | পঁয়তাল্লিশ |
৪৬ | ছেচল্লিশ |
৪৭ | সাতচল্লিশ |
৪৮ | আটচল্লিশ |
৪৯ | ঊনপঞ্চাশ |
৫০ | পঞ্চাশ |
৫১ | একান্ন |
৫২ | বাহান্ন |
৫৩ | তেপান্ন |
৫৪ | চুয়ান্ন |
৫৫ | পনঞ্চান্ন |
৫৬ | ছাপান্ন |
৫৭ | সাতান্ন |
৫৮ | আটান্ন |
৫৯ | ঊনষাট |
৬০ | ষাট |
৬১ | একষট্টি |
৬২ | বাষট্টি |
৬৩ | তেষট্টি |
৬৪ | চৌষট্টি |
৬৫ | পঁয়ষট্টি |
৬৬ | ছেষট্টি |
৬৭ | সাতষট্টি |
৬৮ | আটষট্টি |
৬৯ | ঊনসত্তর |
৭০ |
সত্তর
|
৭১ | একাত্তর |
৭২ | বাহাত্তর |
৭৩ | তেয়াত্তর |
৭৪ | চুয়াত্তর |
৭৫ | পঁচাত্তর |
৭৬ | ছিয়াত্তর |
৭৭ | সাতাত্তর |
৭৮ | আটাত্তর |
৭৯ | ঊনআশি |
৮০ | আশি |
৮১ | একাআশি |
৮২ | বিরাশি |
৮৩ | তিরাশি |
৮৪ | চুরাশি |
৮৫ | পঁচাশি |
৮৬ | ছিয়াশি |
৮৭ | সাতাশি |
৮৮ | আটাশি |
৮৯ | ঊননব্বই |
৯০ | নব্বই |
৯১ | একানব্বই |
৯২ | বিরানব্বই |
৯৩ | তিরানব্বই |
৯৪ | চুরানব্বই |
৯৫ | পঁচানব্বই |
৯৬ | ছিয়ানব্বই |
৯৭ | সাতানব্বই |
৯৮ | আটানব্বই |
৯৯ | নিরানব্বই |
১০০ |
একশত |
১ থেকে ১০০ পর্যন্ত বানান এর প্রতিচ্ছবি
উপরোক্ত যে টেবিলগুলো দেওয়ার হয়েছে সেখান থেকেই সহজে আপনি বুঝতে পারার কথা।
তবে, যদি সেখানে বসতে সমস্যা হয় তার জন্য আপনাদের সুবিধার্থে ১ থেকে ১০০ পর্যন্ত
বানান বাংলা এর প্রতিচ্ছবি দেওয়া হলো। আপনার যেটির সুবিধা লাগবে সেটি দেখে আপনি
পড়তে পারেন। আমরা ১ থেকে ১০০ পর্যন্ত বানানের প্রতিচ্ছবি দুইটি ভাগে
ভাগ করেছি। ১ থেকে ৫০ পর্যন্ত এবং ৫০ থেকে ১০০ পর্যন্ত।
১ থেকে ৫০ পর্যন্ত প্রথমে দেওয়া হলোঃ
আরো পড়ূনঃ র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
৫০ থেকে ১০০ পর্যন্ত এবার প্রতিচ্ছবিটি দেওয়া হলোঃ
১ থেকে ১০০ পর্যন্ত বানান কিভাবে পড়বেন দেখুন
আমরাও ছোটবেলায় যেভাবে পড়তাম ঠিক সেভাবেই আজও পড়বো। আসলে এভাবে পড়লে
পড়া খুব তাড়াতাড়ি মুখস্থ হয় এবং অনেকদিন পর্যন্ত মাথায় থাকে। তবে এই
বানানগুলো চিরস্থায়ী মুখস্ত রাখার জন্য আমরা যেভাবে পড়বো সেটির নিচে আলোচনা করা
হলো।
সংখ্যা | পড়ার নিয়ম |
---|---|
১ | এক |
২ | দুই |
৩ | তিন |
৪ | চার |
৫ | পাঁচ |
৬ | ছয় |
৭ | সাত |
৮ | আট |
৯ | নয় |
১০ | দশ |
১১ | এক দশ এক এগারো |
১২ | এক দশ দুই বারো |
১৩ | এক দশ তিন তেরো |
১৪ | এক দশ চার চৌদ্দো |
১৫ | এক দশ পাঁচ পনেরো |
১৬ | এক দশ ছয় ষোলো |
১৭ | এক দশ সাত সতেরো |
১৮ | এক দশ আট আঠারো |
১৯ | এক দশ নয় উনিশ |
২০ | দুই দশে বিশ |
২১ | দুই দশ এক একুশ |
২২ | দুই দশ দুই বাইশ |
২৩ | দুই দশ তিন তেইশ |
২৪ | দুই দশ চার চব্বিশ |
২৫ | দুই দশ পাঁচপঁচিশ |
২৬ | দুই দশ ছয় ছাব্বিশ |
২৭ | দুই দশ সাত সাতাশ |
২৮ | দুই দশ আট আঠাশ |
২৯ | দুই দশ নয় ঊনত্রিশ |
৩০ | তিন দশে ত্রিশ |
৩১ | তিন দশ এক একত্রিশ |
৩২ | তিন দশ দুই বত্রিশ |
৩৩ | তিন দশ তিন তেত্রিশ |
৩৪ | তিন দশ চার চৌত্রিশ |
৩৫ | তিন দশ পাঁচ পঁয়ত্রিশ |
৩৬ | তিন দশ ছয় ছত্রিশ |
৩৭ | তিন দশ সাত সাঁইত্রিশ |
৩৮ | তিন দশ আট আটত্রিশ |
৩৯ | তিন দশ নয় উনচল্লিশ |
৪০ | চার দশে চল্লিশ |
৪১ | চার দশ এক একচল্লিশ |
৪২ | চার দশ দুই বিয়াল্লিশ |
৪৩ |
চার দশ তিন তেতাল্লিশ |
৪৪ | চার দশ চার চুয়াল্লিশ |
৪৫ | চার দশ পাঁচ পঁয়তাল্লিশ |
৪৬ | চার দশ ছয় ছেচল্লিশ |
৪৭ | চার দশ সাত সাতচল্লিশ |
৪৮ | চার দশ আট আটচল্লিশ |
৪৯ | চার দশ নয় ঊনপঞ্চাশ |
৫০ | পাঁচ দশে পঞ্চাশ |
৫১ | পাঁচ দশ এক একান্ন |
৫২ | পাঁচ দশ দুই বাহান্ন |
৫৩ | পাঁচ দশ তিন তেপান্ন |
৫৪ | পাঁচ দশ চার চুয়ান্ন |
৫৫ | পাঁচ দশ পাঁচ পনঞ্চান্ন |
৫৬ | পাঁচ দশ ছয় ছাপান্ন |
৫৭ | পাঁচ দশ সাত সাতান্ন |
৫৮ | পাঁচ দশ আট আটান্ন |
৫৯ | পাঁচ দশ নয় ঊনষাট |
৬০ | ছয় দশে ষাট |
৬১ | ছয় দশ এক একষট্টি |
৬২ | ছয় দশ দুই বাষট্টি |
৬৩ | ছয় দশ তিন তেষট্টি |
৬৪ | ছয় দশ চার চৌষট্টি |
৬৫ | ছয় দশ পাঁচ পঁয়ষট্টি |
৬৬ | ছয় দশ ছয় ছেষট্টি |
৬৭ | ছয় দশ সাত সাতষট্টি |
৬৮ | ছয় দশ আট আটষট্টি |
৬৯ | ছয় দশ নয় ঊনসত্তর |
৭০ |
সাত দশে সত্তর
|
৭১ | সাত দশ এক একাত্তর |
৭২ | সাত দশ দুই বাহাত্তর |
৭৩ | সাত দশ তিন তেয়াত্তর |
৭৪ | সাত দশ চার চুয়াত্তর |
৭৫ | সাত দশ পাঁচ পঁচাত্তর |
৭৬ | সাত দশ ছয় ছিয়াত্তর |
৭৭ | সাত দশ সাত সাতাত্তর |
৭৮ | সাত দশ আট আটাত্তর |
৭৯ | সাত দশ নয় ঊনআশি |
৮০ | আট দশে আশি |
৮১ | আট দশ এক একাআশি |
৮২ | আট দশ দুই বিরাশি |
৮৩ | আট দশ তিন তিরাশি |
৮৪ | আট দশ চার চুরাশি |
৮৫ | আট দশ পাঁচ পঁচাশি |
৮৬ | আট দশ ছয় ছিয়াশি |
৮৭ | আট দশ সাত সাতাশি |
৮৮ | আট দশ আট আটাশি |
৮৯ | আট দশ ঊননব্বই |
৯০ | নয় দশে নব্বই |
৯১ | নয় দশ এক একানব্বই |
৯২ | নয় দশ দুই বিরানব্বই |
৯৩ | নয় দশ তিন তিরানব্বই |
৯৪ | নয় দশ চার চুরানব্বই |
৯৫ | নয় দশ পাঁচ পঁচানব্বই |
৯৬ | নয় দশ ছয় ছিয়ানব্বই |
৯৭ | নয় দশ সাত সাতানব্বই |
৯৮ | নয় দশ আট আটানব্বই |
৯৯ | নয় দশ নয় নিরানব্বই |
১০০ |
দশ দশে একশত |
১ থেকে ৫০ পর্যন্ত জোড় সংখ্যাগুলো
আপনারা কি জানেন জোড় সংখ্যা বলতে কী বোঝায়? জোড় সংখ্যা বলতে কোন একটি সংখ্যার
অর্ধেক এবং বাকি অর্ধেকের যোগফলকে জোড় সংখ্যা বলে। তাহলে আসুন ১ থেকে ৫০ পর্যন্ত
জোড় সংখ্যা গুলো জেনে নেওয়া যাক।
জোড় সংখ্যা | জোড় সংখ্যা |
---|---|
২ | ৩২ |
৪ | ৩৪ |
৬ | ৩৬ |
৮ | ৩৮ |
১০ | ৪০ |
১৪ | ৪২ |
১৬ | ৪৪ |
১৮ | ৪৬ |
২০ | ৪৮ |
২২ | ৫০ |
২৪ | |
২৬ | |
২৮ | |
৩০ |
১ থেকে ৫০ পর্যন্ত বিজোড় সংখ্যা গুলো
বিজোড় সংখ্যা বলতে সেসব সংখ্যকে বোঝায় যেসব সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগফল
অবশিষ্ট থাকে। নিচে বিজয়ের সংখ্যাগুলো দেয়া হলো ১ থেকে ৫০ পর্যন্ত।
আরো পড়ূনঃ ডিসেম্বর মাসের ছুটির তারিখ সমূহ
বিজোড় সংখ্যা | বিজোড় সংখ্যা |
---|---|
১ | ২৭ |
৩ | ২৯ |
৫ | ৩১ |
৭ | ৩৩ |
৯ | ৩৫ |
১১ | ৩৭ |
১৩ | ৩৯ |
১৫ | ৪১ |
১৭ | ৪৩ |
১৯ | ৪৫ |
২১ | ৪৭ |
২৩ | ৪৯ |
২৫ | |
৫০ থেকে ১০০ পর্যন্ত জোড় সংখ্যাগুলো
এতক্ষণ আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোড় সংখ্যা গুলো জেনেছি। এখন আমরা ৫০ থেকে
১০০ পর্যন্ত জোড় সংখ্যা গুলো জানবো।
জোড় সংখ্যা | জোড় সংখ্যা |
---|---|
৫২ | ৮০ |
৫৪ | ৮২ |
৫৬ | ৮৪ |
৫৮ | ৮৬ |
৬০ | ৮৮ |
৬২ | ৯০ |
৬৪ | ৯২ |
৬৬ | ৯৪ |
৬৮ | ৯৬ |
৭০ | ৯৮ |
৭২ | ১০০ |
৭৪ | |
৭৬ | |
৭৮ |
৫০ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো
১ থেকে ৫০ পর্যন্ত বিজোড় সংখ্যা আমরা এতক্ষন জানলাম। আরো আমরা জানলাম ১
থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা। তাহলে এখন আমরা জানবো ৫০ থেকে ১০০ পর্যন্ত বিজোড়
সংখ্যাগুলো। আসুন তারা জেনে নেয়া যাক।
বিজোড় সংখ্যা | বিজোড় সংখ্যা |
---|---|
৫১ | ৭৭ |
৫৩ | ৭৯ |
৫৫ | ৮১ |
৫৭ | ৮৩ |
৫৯ | ৮৫ |
৬১ | ৮৭ |
৬৩ | ৮৯ |
৬৫ | ৯১ |
৬৭ | ৯৩ |
৬৯ | ৯৫ |
৭১ | ৯৭ |
৭৩ | ৯৯ |
৭৫ | |
লেখকের মন্তব্যে ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা
আশা করি আমাদের আর্টিকেলটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে
পেরেছেন। আমরা এই আর্টিকেলটিতে অন্য সকল আর্টিকেলে থেকে খুব সহজভাবে বোঝানোর
চেষ্টা করেছি। শুধু বাংলা বানান নয় আরো দৈনন্দিন জীবনে যে সকল জিনিসগুলো আমাদের
জানা প্রয়োজন। এবং আপনি আপনার শিশুকে শেখানোর সময় আরো নতুন কিছু শেখাতে পারেন
সেভাবে আর্টিকেলটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা আমরা করেছি।
এই তথ্যবহুল আর্টিকেল পড়ার পর আপনার ভালো লেগে থাকলে আপনি আপনার বন্ধুদের মাঝে
শেয়ার করতে পারেন যাতে ওনারা উপকৃত হয়। এবং এ আর্টিকেলটির মধ্যে কোন ধরনের ভুল
থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। অথবা নিচে থাকা যোগাযোগ বাটনে ক্লিক করে
আমাদের সাথে যোগাযোগ করে বলে দিতে পারেন।
SHAMSA2Z নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url