আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি ১ মিনিটে ফিরিয়ে আনুন
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি এই সমস্যাটি এখন প্রায় প্রতিটা মানুষের হয়ে
থাকে। দেখা যায় অনেকদিন আগে একটি জিমেইল খুলেছে তার পাসওয়ার্ড মনে নাই, এমনকি
জিমেইলও মনে থাকে না। তাই আপনাদের সুবিধার্থে এক মিনিটে জিমেইল ফিরিয়ে নিয়ে
আসার উপায় নিয়ে চলে এসেছি।
তাই হারিয়ে যাওয়া অথবা মনে না থাকা জিমেইল ফিরে আনার জন্য অবশ্যই এই আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়ুন। খুব সহজে আমরা হারিয়ে যাওয়া জিমেইল ফিরিয়ে নিয়ে আসার
উপায় দেখিয়েছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনি আপনার হারিয়ে যাওয়া জিমেইল
কিভাবে ফিরিয়ে আনবেন।
পোস্ট সূচিপত্রঃ আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
- জিমেইল অ্যাকাউন্ট লগ ইন কিভাবে করে
- আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি ১ মিনিটে ফিরিয়ে আনুন
- জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন
- জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন
- জিমেইল মোবাইলের জন্য কতটা গুরুত্বপূর্ণ
- সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর জিমেইল নিয়ে
- জিমেইল দিয়ে কি কি করা যায়
- জিমেইল আইডি কি
- সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- লেখকের মন্তব্যে আমার জিমেইল আইডি ভুলে গেছি
জিমেইল অ্যাকাউন্ট লগ ইন কিভাবে করে
জিমেইল একাউন্ট লগ ইন কিভাবে করে এই জিনিসটা আমরা অনেকে জানি না। বিশেষ করে যারা
নতুন মোবাইল ফোন ব্যবহার করতে শুরু করেছেন তারাই বেশি এই সমস্যাতে
পড়ে। তাই সে সমস্যার সমাধানের জন্য জিমেইলের সব রকম সমস্যার সমাধান এই
আর্টিকেলটিতে পেয়ে যাবেন। আবার অনেকেই বলে আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি তারাও
এ আর্টিকেলটি পড়ুন মনোযোগ দিয়ে তাহলে আগের জিমেইল একাউন্টটি ফিরে পাবেন এই
নিয়মে কাজ করলে।
জিমেইল অ্যাকাউন্ট লগইন কিভাবে করেঃ
প্রথমে আপনি আপনার ফোনে থাকা gmail apps এর মধ্যে ঢুকুন। অথবা যে কোন একটি
ব্রাউজার সিলেক্ট করে সেখানে গিয়ে জিমেইল লিখে সার্চ করুন। যদি আপনার আগে থেকেই
কোন জিমেইল লগইন থাকে তাহলে নিচে another account নামে একটি সেকশন
দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। ঠিক নিচে যেমনটি ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক তেমন
একটি সেকশন আপনাদের সামনে আসবে।
ক্লিক করার পর আপনি কোন ব্রাউজারের জন্য চাচ্ছেন এমন একটি ইন্টারফেস আসবে। আপনি
google অপশনটা বেছে নেবেন ,কারণ আপনি জিমেইল একাউন্ট লগইন করবেন এজন্য। নিচের
ছবিটি দেখে বুঝতে পারবেন কোনটি।
এরপর নিচের ছবিটির মতো একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে সেখানে ক্লিক করুন। এবং
ক্লিক করার পর আপনার কাঙ্খিত সেখানে লিখুন। এরপরে নেক্সট লেখা বাটনটিতে ক্লিক করে
পরবর্তী ধাপে চলুন।
পরবর্তী ধাপে আসার পর আপনার জিমেইলের পাসওয়ার্ড চাইবে। যেখানে জিমেইলে
পাসওয়ার্ড বসাতে বলবে ঠিক সেই জায়গায় সঠিক পাসওয়ার্ডটি বসাবেন আপনার
জিমেইলের। ঠিক যেমন নিচের ছবিটিতে দেখতে পাচ্ছেন যেখানে জিমেইল পাসওয়ার্ড বসাতে
বলছে ঠিক সেখানে জিমেইলের পাসওয়ার্ড টি বসাবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক
করলে আপনার ফোনে ভেরিফিকেশন কোড যেতে পারে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিলেই আপনার
জিমেইল অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে।
আশা করি বুঝতে পেরেছেন জিমেইল অ্যাকাউন্ট লগ ইন কিভাবে করে।
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি ১ মিনিটে ফিরিয়ে আনুন
আমার জিমেইল অ্যাকাউন্ট ভুলে গেছি এইটার চেয়ে জিমেইলের পাসওয়ার্ড ভুলে
যাওয়া মানুষ এখন সবচেয়ে বেশি। তবে অনেকেই রয়েছে জিমেইল মনে থাকে না তাদের জন্য
এই পোস্ট টি। আপনিও যদি জিমেইল এখন ভুলে গিয়ে থাকেন তাহলে এই পোস্টটির
মনোযোগ দিয়ে পড়ুন। তাহলে আপনিও আপনার আগের সেই পুরানো gmail ফিরিয়ে আনতে
পারবেন। আসুন তারে দেখে নেওয়া যাক কিভাবে এক মিনিটে ফিরিয়ে আনবেন।
প্রথমেই আপনি আপনার ফোনে থাকা জিমেইল অ্যাপস এ ঢোকেন অথবা কোন একটি ব্রাউজার ঢুকে
gmail লিখে সার্চ দিয়ে another account এখানে ক্লিক করুন। তারপরে আপনার সামনে
বিভিন্ন সেকশন আসবে আপনি গুগল সিলেক্ট করে পরবর্তী ধাপে আসুন। নিচের দুটি
লক্ষ্য করুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন।
এর পরে আপনাকে আপনার জিমেইল টি দিতে বলবে কিন্তু আপনার তো জিমেইল মনে নাই, সেজন্য
আপনি আপনার জিমেইল যে ফোন নাম্বার দিয়ে খুলেছিলেন সেই ফোন নাম্বারটি সেখানে
লিখুন। তারপর নেক্সট বাটনের ক্লিক করে পরবর্তী ধাপে আসুন।
এবার আপনি নিজে ছবিটি লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাকে একটি নাম দিতে বলবে
নাম এবং পদবী দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন।
এরপরে আপনি যে নাম্বারটি প্রথমের দিকে দিয়েছিলেন সেই নাম্বারটিতে একটি
ভেরিফিকেশন কোড যাওয়ার জন্য আপনার থেকে পারমিশন যাবে আপনি send বাটনে ক্লিক
করবেন। send বাটনে ক্লিক করলে আপনাকে কিছুক্ষন অপেক্ষা করতে বলবে এরপর আপনার ওই
নাম্বারটি যদি ফোনে থাকে তাহলে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। নিজের ছবি দুটি
দেখলে ভালোভাবে বুঝতে পারবেন।
আপনি যদি সঠিক নাম্বারটা দিয়ে থাকেন তাহলে ভেরিফাই হওয়ার পরে আপনার কাঙ্খিত
জিমেইল অ্যাকাউন্টটি শো করবে ঠিক নিচের ছবিটির মতো। এরপর সে জিমেইল একাউন্টের উপর
ক্লিক করুন।
আপনি তো তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্টটি পেয়ে গেলেন। এবার যদি আপনি আপনার
কোন ডিভাইসে লগইন করতে চান তাহলে আপনার জিমেইলের পাসওয়ার্ড দিন। এবং আবারও
ভেরিফাই হয়ে আপনার জিমেইলটি আপনার ডিভাইসে লগইন হয়ে যাবে।এ অল্প সময়ের মধ্যেই
আপনি আপনার হারিয়ে যাওয়া জিমেইলটি খুজে পাবেন সঠিক তথ্য দিলে। আশা করি বুঝতে
পেরেছেন।
জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন
জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন , অনেকে তো বলে আমার জিমেইল একাউন্ট
ভুলে গেছি। জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে তার জন্য সর্বপ্রথম আপনি
আপনার ফোনে থাকা জিমেইল অ্যাপস এ প্রবেশ করুন অথবা যেকোনো একটি ব্রাউজারে ঢুকে
gmail লিখে সার্চ দিয়ে another account এখানে ক্লিক করুন। তারপরে আপনার সামনে
বিভিন্ন সেকশন আসবে আপনি গুগল সিলেক্ট করে পরবর্তী ধাপে আসুন। নিচের দুটি
লক্ষ্য করুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন।
দ্বিতীয় ধাপে আসার পর আপনার জিমেইলটি সিং ইন করতে বলবে। আপনার জিমেইলটি নিচের
ছবি তে যে অপশনটি দেখতে পাচ্ছেন সে অপশনটিতে আপনার জিমেইল টি লিখুন। জিমেইলটি
লেখা হয়ে গেলে নিচের দিকে লক্ষ্য করবেন নেক্সট নামে একটি বাটন রয়েছে সে
বাটনটিতে ক্লিক করুন।
নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে কিন্তু আপনি তো
পাসওয়ার্ড ভুলে গেছেন। এর জন্য নিচের দিকে দেখতে পাবেন forget password নামে
একটি অপশন আছে, সেখানে ক্লিক করুন।
ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করলে আপনি যে রিকভারি আপনার মোবাইল নাম্বার বা জিমেইল
রেখেছেন অ্যাড করে। সেই নাম্বারটিতে একটি কোড বা কল যাবে। আপনি সিলেক্ট করে
নেবেন টেক্সট যাবেন নাকি কল যাবে। তখন কল বা টেক্সটে একটি নাম্বার দেখতে
পাবেন। ওই নাম্বারটি বা কোড টি যেখানে বসাতে বলবে সেখানে বসান নিচের ছবিটি দেখলে
আরো বেশি সহজ হবে যে কিভাবে কোড বসাবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন, তারপর I
agree বাটনে ক্লিক করুন তাহলে জিমেইল লগইন হয়ে যাবে।
এভাবে আপনি আপনার জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে, আপনার ফোন নাম্বার দিয়ে অথবা
রিকভারি জিমেইল দিয়ে নতুন ভাবে আপনার জিমেইল লগইন করতে পারবেন।
জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন
জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনের gmail
apps এ ঢুকুন। বা কোন একটি ব্রাউজারে ঢুকে gmail দিয়ে সার্চ করুন। অবশ্যই আপনার
জিমেইলটি লগইন অবস্থায় থাকতে হবে। এরপরে আপনার জিমেইলের ম্যানেজ অপশনে যান।
ম্যানেজ অপশনে যাওয়ার পর security অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। এরপরে
password এই নামে একটি অপশন দেখতে পাবেন ওখানে ক্লিক করুন। নিচের ছবিটিতে
যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে কাজ করবেন।
এরপর ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর continue অপশনে ক্লিক করবেন। এরপরে
আপনার ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেটি দিবেন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন।
তারপরে দেখতে পাবেন আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করার অপশন দিবে। প্রথমে একটি
হার্ড পাসওয়ার্ড দিবেন তারপরে একই পাসওয়ার্ড আবার নিচে দিবেন। এরপরে change
password এই বাটনটিতে ক্লিক করবেন তাহলেই আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে
যাবে।
জিমেইল মোবাইলের জন্য কতটা গুরুত্বপূর্ণ
Gmail মোবাইলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের জানা খুবই দরকার। কারণ জিমেইল
ছাড়া মোবাইল দিয়ে বা অন্য কোন ডিভাইস এ অনলাইন ভিত্তিক কোন কাজ করা যায় না।
জিমেইল এর মাধ্যমে মোবাইল ডিভাইস থেকে ইমেইল পরিচালনা করা দ্রুত এবং সহজ হয়।
জিমেইল ব্যবহারকারীরা যেকোনো সময় যে কোন স্থান থেকে তাদের ইমেইল একাউন্টে
অ্যাক্সেস পেতে পারেন এটা অনেক সুবিধা জনক। gmail ব্যবহারকারীদের দ্রুত
নোটিফিকেশন প্রদান করেন।
জিমেইল দ্বারা বিভিন্ন ধরনের প্লাটফর্মে কাজের জন্য আবেদন করা সহজ হয়। এছাড়াও
জিমেইলের সিকিউরিটি অর্থাৎ গোপনীয়তা ও সুরক্ষা সিস্টেমটা অনেক ভালো। সহজেই কোন
হ্যাকার হ্যাক করতে পারবেনা। এজন্য নিজের ব্যক্তিগত বিভিন্ন তথ্য জিমেইলে সংরক্ষণ
করে রাখা যায় নির্দ্বিধায়। এছাড়াও জিমেইল আন্তর্জাতিক যোগাযোগ সহজ ও দ্রুত
গড়ে তোলে। তাহলে বুঝতে পারছেন জিমেইল মোবাইলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর জিমেইল নিয়ে
প্রশ্নঃ জিমেইল বলতে কি বুঝায়?
উত্তরঃ গুগল কর্তৃক থেকে যে ওয়েবমেইল রয়েছে, যেটি গুগল ফ্রী সার্ভিস
অর্থাৎ বিনামূল্যে সার্ভিস দিয়ে থাকে এবং দৈনন্দিন কাজে জন্য ইলেকট্রিক ডিভাইস
চালানো ব্যক্তিদের সব অনলাইন ক্ষেত্রে কাজে লাগে সেটাই জিমেইল।
প্রশ্নঃ Email এর পূর্ণরূপ কি?
উত্তরঃ email এর পূর্ণরূপ হলো ঃ ইলেকট্রিক মেইল বা বৈদ্যুতিক
চিঠি।
আরো পড়ূনঃ টেলিগ্রাম থেকে ইনকাম করার গোপন ৭টি উপায়
প্রশ্নঃ Gmail এর সংক্ষিপ্ত রূপ কি?
উত্তরঃ জিমেইলের সংক্ষিপ্ত রূপ হলো ঃ গুগল মেইল।
প্রশ্নঃ Gmail কে প্রথম আবিষ্কার করেন?
উত্তরঃ পল বুচেইট সর্বপ্রথম Gmail আবিষ্কার করেন।
প্রশ্নঃ জিমেইল কবে চালু হয়?
উত্তরঃ জিমেইল সর্বপ্রথম ২০০৪ সালের ১ এপ্রিল চালু হয়।
জিমেইল দিয়ে কি কি করা যায়
জিমেইল দিয়ে কি কি করা যায় এইটা আমাদের অনেকের প্রশ্ন রয়ে থাকে। তাই আমাদের
জানা উচিত জিমেইল দিয়ে কি কি করা যায়। জিমেইল একটি জনপ্রিয় ইমেইল পরিষেবা। যা
বিভিন্ন সুবিধা ও কার্যকারিতার মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবুও জিমেইল একাউন্ট যে এত কাজে তাও অনেকেই
বলে আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি।তাহলে চলুন জেনে নেওয়া যাক জিমেইল দিয়ে কি
কি করা যায়।
- ইমেইল পাঠানো ও সংগ্রহ করা যায়।
-
সংযুক্তি পাঠানো এবং গ্রহণ করা যায়।
-
ছবি, ভিডিও, বিভিন্ন ব্যবহারে ফাইল এবং ডকুমেন্ট আদান প্রদান করা যায়।
-
গুগল ড্রাইভ সংযুক্তি ব্যবহার করা যায়।
-
বিভিন্ন একাউন্টে সাইন ইন করা যায়।
-
গুগল ক্যালেন্ডার এর ব্যবহারের সুবিধা পাওয়া যায়।
-
জিমেইলে ফিল্টার ও লেভেল ব্যবহার করে বিভিন্ন ইমেইলকে আলাদা করে সাজানো
যায়।
- ভিডিও কল ও মিটিং করা যায়।
-
স্প্যাম ফিল্টারিং যেটি অনাকাঙ্ক্ষিত email থেকে রক্ষা করে।
-
একাউন্টিং সিকিউরিটি ব্যবহার করে জিমেইল সুরক্ষিত রাখা যায়।
-
কাস্টম থিম এবং সাইনেচার ব্যবহার করা যায়।
জিমেইল আইডি কি
জিমেইল আইডি হলো এমন এক ধরনের আইডি যার যার মাধ্যমে বিভিন্ন ধরনের ইমেইল, ছবি,
ভিডিও, ফাইলসমূহ, বিভিন্ন ধরনের ডকুমেন্ট ইত্যাদি আদম প্রদান করা হয়। এছাড়াও
জিমেইল আইডি ব্যবহার করে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে একাউন্ট তৈরি করা যায়।
জিমেইল আইডি ছাড়া মোবাইল, কম্পিউটার আরো অন্যান্য ডিভাইসে যে সকল অ্যাপস
রয়েছে সে সকল অ্যাপসে প্রবেশ করা যায় না। কিন্তু জিমেইল আইডি থাকলে সহজে
প্রবেশ করা যায়। অর্থাৎ জিমেইল আইডি হলো ইলেকট্রিক ডিভাইসের প্রাণ।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ জিমেইল এবং গুগল মেইল এর পার্থক্য কি?
উত্তরঃ gmail এবং google মেইলের মধ্যে কোন পার্থক্য নাই। বলা হয়
জিমেইলের অপর নাম গুগল মেইল।
প্রশ্নঃ জিমেইল কি বৈধ?
উত্তরঃ gmail.com এই ডোমেইন টি বৈধ। অর্থাৎ জিমেইল বৈধ।
প্রশ্নঃ গুগল মেইল কি বৈধ?
উত্তরঃ googlemail.com এটি হচ্ছে মেল ডোমেইন এবং এটি বৈধ।
প্রশ্নঃ google.org এটি কি বৈধ?
উত্তরঃ google.org এটি ডোমেইন নয়, তাই এটি বৈধ নয়।
প্রশ্নঃ বৈধ জিমেইল কি?
উত্তরঃ বৈধ জিমেইল বলতে বলা হয় সেসব জিমেইল কে যেগুলোর ডোমেন রয়েছে।
লেখকের মন্তব্যে আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
Gmail একাউন্ট হচ্ছে খুবই সেনসিটিভ একটি জিনিস। এবং খুবই কার্যকারী একটি আইডি।
আপনার যদি একটি জিমেইল আইডি থাকে তাহলে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আপনার
ব্যক্তিগত কত তথ্য সে জিমেইল একাউন্টে রয়েছে। এজন্য জিমেইল একাউন্ট সব সময়
মনে রাখা খুবই প্রয়োজন। আপনার অবস্থাও যদি অন্য মানুষদের মত হয় যারা বলে আমার
জিমেইল একাউন্ট ভুলে গেছি তাহলে আপনি একটি অন্য জায়গায় নোট করে রাখতে
পারেন।
এবং আরও একটি কথা হলো জিমেইলের পাসওয়ার্ড সব সময় স্ট্রং পাসওয়ার্ড দিতে চেষ্টা
করবেন এতে হ্যাকাররা হ্যাক করতে পারবেনা। এবং জিমেইল এবং জিমেইল পাসওয়ার্ড কারো
সাথে শেয়ার না করাই ভালো। একটি জিমেইল দিয়ে আপনার সম্পূর্ণ মোবাইল হ্যাক করা
সম্ভব। এর জন্য সব সময় এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। এবং আমাদের এই
আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে
পারেন তারা উপকৃত হবে।
SHAMSA2Z নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url