র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ জানতে হলে আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। এখন বর্তমানে মানুষের জানার চাহিদা অনেক বেড়েছে। আগে সাহাবীরা কেমন ছিলেন, তাদের আচার আচরণ কেমন ছিল, তাদের নাম কি ছিল সব বিষয়ে এখন জানার জন্য মানুষের আগ্রহ বেড়েছে।
তাই মানুষ আগে সাহাবীদের সম্পর্কে যেসব জানতে চাই সেসব কথা ভেবে এ আর্টিকেলটিতে সাহাবীদের নাম সহ আরো অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে। আর শুধু র দিয়ে নয় আরো অন্যান্য সকল সাহাবীদের নাম দেয়া রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক জ সাহাবীদের নাম গুলো।
পোষ্ট সূচিপত্রঃ র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
- পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ
- মহিলা সাহাবীদের নাম
- র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
- স দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
- জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম
- উহুদের যুদ্ধে শহীদ সাহাবীদের নাম
- জ দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
- নবীজির প্রিয় সাহাবীদের নাম
- শ্রেষ্ঠ সাহাবীদের নাম
- শহীদ সাহাবীদের নাম
- আমার শেষ কথায়ঃ র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ
সাহাবী মূলত তাদেরকে বলা হয় যারা নবীকে সরাসরি দেখেছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন
এবং তার হাতে বায়াত করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারাই মূলত সাহাবী। পুরুষ ও
মহিলা দু ধরনের সাহাবী ছিলেন। এই আর্টিকেলটিতে পুরুষ ও মহিলা দুই ধরনের সাহাবীদের
নাম উল্লেখ করা রয়েছে। এখন পুরো সাহাবীদের নামের তালিকা অর্থসহ নিচে দেওয়া হলো।
ক্রমিক নং | সাহাবীদের নাম | অর্থ সমূহ |
---|---|---|
১ | হযরত আবু বক্কর (রাঃ) | ছোট উটের মালিক |
২ | হযরত উমর (রাঃ) | দীর্ঘায়ু, জীবন |
৩ | হযরত আলী (রাঃ) | উচ্চ মর্যাদা সম্পন্ন |
৪ | হযরত আব্দুল কায়স (রাঃ) | কায়োসের দাস |
৫ | হযরত উমাইর (রাঃ) | ছোট নেতা |
৬ | হযরত মু'আধ (রাঃ) | সুরক্ষিত |
৭ | হযরত জাফর (রাঃ) | প্রবাহমান জল |
৮ | হযরত কাশেম (রাঃ) | বিতরণকারী |
৯ | হযরত আসিম (রাঃ) | রক্ষণকারী |
১০ | হযরত হুজাইফা (রাঃ) | সীমাবদ্ধতা |
১১ | হযরত সুহায়ব (রাঃ) | লালচে বা বাদামি ত্বকের অধিকারী |
১২ | হযরত মালিক (রাঃ) | অধিকারী |
১৩ | হযরত আনাস (রাঃ) | ভালবাসা |
১৪ | হযরত মুগীরা (রাঃ) | সুরক্ষাকারী |
১৫ | হযরত হারিস (রাঃ) | কৃষক |
১৬ | হযরত আইয়ুব (রাঃ) | ধৈর্যশীল |
১৭ | হযরত সুফিয়ান (রাঃ) | দ্রুত চলমান |
১৮ | হযরত উবাই (রাঃ) | সম্মানিত |
১৯ | হযরত হামজা (রাঃ) | সিংহ |
২০ | হযরত বেলাল (রাঃ) | পানির ফোটা |
২১ | হযরত আম্মার (রাঃ) | নির্মাণকারী |
২২ | হযরত সালমান (রাঃ) | নিরাপদ |
২৩ | হযরত মুসআব (রাঃ) | কঠোর |
২৪ | হযরত আব্দুর রহমান (রাঃ) | করুণাময়ী দাস |
২৫ | হযরত আব্দুল্লাহ (রাঃ) | আল্লাহর দাস |
২৬ | হযরত জুবায়ের (রাঃ) | শক্তিশালী, সাহসী |
২৭ | হযরত তালহা (রাঃ) | ফলদায়ক বৃক্ষ |
২৮ | হযরত সাদ (রাঃ) | সৌভাগ্যবান |
২৯ | হযরত খালিদ (রাঃ) | চিরস্থায়ী |
৩০ | হযরত উসমান (রাঃ) | জ্ঞানী |
মহিলা সাহাবীদের নাম নামগুলো দেখুন
আমাদের ইসলাম প্রতিষ্ঠায় পুরুষ সাহাবীদের পাশাপাশি মহিলা সাহাবীদের গুরুত্ব
রয়েছে অনেক। তাই আমাদের প্রিয় নবীর সাহাবীগুলোর নাম জানা খুবই জরুরী। আসুন
তাহলে মহিলা সাহাবীদের নাম গুলো জেনে নেওয়া যাক।
আরো পড়ূনঃ ৩১৩ জন সাহাবীর নাম
ক্রমিক নং | সাহাবীদের নাম | অর্থ সমূহ |
---|---|---|
১ | হযরত খাদিজা (রাঃ) | অকালে জন্মানো |
২ | হযরত ফাতেমা (রাঃ) | দুধ ছাড়ানো |
৩ | হযরত আয়েশা (রাঃ) | জীবন যাপনকারী |
৪ | হযরত আসমা (রাঃ) | নামসমূহ |
৫ | হযরত হাফসা (রাঃ) | ছোট সিংহী |
৬ | হযরত যাইনযব (রাঃ) | সুগন্ধি ফুল |
৭ | হযরত রুকাইয়া (রাঃ) | উচ্চ মর্যাদার অধিকারী |
৮ | হযরত উম্মে সালমা (রাঃ) | শান্তির মা |
৯ | হযরত সাওদা (রাঃ) | কালো রঙের |
১০ | হযরত মাইমুনা (রাঃ) | সৌভাগ্যবান |
১১ | হযরত সাফিয়া (রাঃ) | খাঁটি, নির্বাচিত |
১২ | হযরত বারিরা (রাঃ) | স্বাধীন |
১৩ | হযরত উম্মে আয়মান (রাঃ) | সৌভাগ্যের মাপ |
১৪ | হযরত উম্মে হানি (রাঃ) | শান্তির মা |
১৫ | হযরত উম্মে কুলসুম (রাঃ) | সুসজ্জিত |
১৬ | হযরত জুহাইরা (রাঃ) | ছোট ফুল |
১৭ | হযরত আনিসা (রাঃ) | বন্ধুত্বপূর্ণ |
১৮ | হযরত লুবাবা (রাঃ) | হৃদয় |
১৯ | হযরত আতিকা (রাঃ) | পবিত্র |
২০ | হযরত রামলা (রাঃ) | নরম |
২১ | হযরত আমেনা (রাঃ) | নিরাপদ |
২২ | হযরত লায়লা (রাঃ) | অন্ধকার |
২৩ | হযরত সামিরা (রাঃ) | বন্ধুত্বপূর্ণ |
২৪ | হযরত নাফিসা (রাঃ) | মূল্যবান |
২৫ | হযরত হালিমা (রাঃ) | ধৈর্যশীল |
২৬ | হযরত ফারহানা (রাঃ) | আনন্দময় |
২৭ | হযরত হাবিবা (রাঃ) | ভালবাসার যোগ্য |
২৮ | হযরত নুসাইবা (রাঃ) | সম্মানিত |
২৯ | হযরত মরিয়ম (রাঃ) | শুদ্ধ |
৩০ | হযরত জামিলা (রাঃ) | সুন্দর |
র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
অধিকাংশ মানুষকে দেখা যায় র র অক্ষর দিয়ে সাহাবীর নাম বা
অন্যান্য নাম খুঁজে বেড়াই। তাই তাদের জন্যই র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ দেয়া
হলো।
ক্রমিক নং | সাহাবীদের নাম | অর্থ সমূহ |
---|---|---|
১ | হযরত রাবি (রাঃ) | উন্নত |
২ | হযরত রাবিয়া (রাঃ) | চতুর্থ |
৩ | হযরত রাশেদ (রাঃ) | সঠিক পথে চলা |
৪ | হযরত রাফি (রাঃ) | উচ্চতর |
৫ | হযরত রাফি'আ (রাঃ) | উঁচু মর্যাদা |
৬ | হযরত রহমান (রাঃ) | দয়ালু |
৭ | হযরত রাসুল (রাঃ) | বার্তা বাহক |
৮ | হযরত রায়ান (রাঃ) | তৃষ্ণা মেটানো |
৯ | হযরত রাইদ (রাঃ) | নেতা |
১০ | হযরত রাবাহ (রাঃ) | বিজয় |
১১ | হযরত রায়িস (রাঃ) | নেতা |
১২ | হযরত রামিস (রাঃ) | যিনি ইঙ্গিত করেন |
১৩ | হযরত রিদওয়ান (রাঃ) | সন্তুষ্টি |
১৪ | হযরত রুবাই (রাঃ) | বসন্ত |
১৫ | হযরত রহুল উল্লাহ (রাঃ) | আল্লাহর আত্মা |
১৬ | হযরত রাকিব (রাঃ) | পর্যবেক্ষক |
১৭ | হযরত রাক্কাস (রাঃ) | লেখক |
১৮ | হযরত রিয়াসাত (রাঃ) | নেতৃত্ব |
১৯ | হযরত রুশদ (রাঃ) | প্রজ্ঞা |
২০ | হযরত রিয়াদ (রাঃ) | বাগান |
২১ | হযরত রিদা (রাঃ) | সন্তুষ্টি |
২২ | হযরত রিফাত (রাঃ) | উচ্চতা |
২৩ | হযরত রশিদ (রাঃ) | প্রজ্ঞাবান |
২৪ | হযরত রাযীন (রাঃ) | গুরুতর |
২৫ | হযরত রাহিম (রাঃ) | দয়াবান |
২৬ | হযরত রাযী (রাঃ) | সন্তুষ্ট, খুশি |
২৭ | হযরত রামাদান (রাঃ) | পবিত্র রমজান মাস |
২৮ | হযরত রাফিদ (রাঃ) | সাহায্যকারী |
২৯ | হযরত রামলা (রাঃ) | নরম |
৩০ | হযরত রাওফ (রাঃ) | খুব দয়ালু |
স দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
নবজাতক শিশুদের নাম রাখার জন্য অনেকেই স দিয়ে সাহাবীদের নাম খোঁজে। তাই স দিয়ে
সাহাবীদের নাম অর্থসহ খুব সুন্দরভাবে নিচে দেওয়া হলো। আপনার পছন্দ অনুযায়ী
নাম বেছে নিন।
তবে যদি র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ পেতে চান তাহলে উপরে দেওয়া রয়েছে আপনার
পছন্দ অনুযায়ী নিতে পারেন। অথবা আপনার কোন জ্ঞান অর্জনের জন্য মনোযোগ সহকারে
পড়তে পারেন।
ক্রমিক নং | সাহাবীদের নাম | অর্থ সমূহ |
---|---|---|
১ | হযরত সাঈদ (রাঃ) | সৌভাগ্যবান |
২ | হযরত সালমান (রাঃ) | শান্তিপূর্ণ |
৩ | হযরত সালিম (রাঃ) | নিরাপদ, সুস্থ |
৪ | হযরত সালিহ (রাঃ) | নেক, সৎ |
৫ | হযরত সিরাজ (রাঃ) | বাতি, আলো |
৬ | হযরত সাবিত (রাঃ) | স্থায়ী |
৭ | হযরত সাহল (রাঃ) | সহজ |
৮ | হযরত সাফওয়ান (রাঃ) | পরিষ্কার |
৯ | হযরত সাইফ (রাঃ) | তলোয়ার |
১০ | হযরত সাহাব (রাঃ) | সঙ্গী |
১১ | হযরত সালাম (রাঃ) | শান্তি |
১২ | হযরত সাবুর (রাঃ) | ধৈর্যশীল |
১৩ | হযরত সাকিব (রাঃ) | উজ্জ্বল |
১৪ | হযরত সিফওয়ান (রাঃ) | পাথরের মসৃণ টুকরো |
১৫ | হযরত সাবাহ (রাঃ) | সকাল |
১৬ | হযরত সাদ (রাঃ) | সৌভাগ্য |
১৭ | হযরত সাজিদ (রাঃ) | সিজদা করি |
১৮ | হযরত সামির (রাঃ) | তলোয়ার |
১৯ | হযরত সালাবাহ (রাঃ) | দৃঢ়তা |
২০ | হযরত সুমাইয়া (রাঃ) | মহৎ, সম্মানিত |
২১ | হযরত সুবাইর (রাঃ) | সাহসী |
২২ | হযরত সাকিনা (রাঃ) | শান্তি |
২৩ | হযরত সানান (রাঃ) | তলোয়ারের ধার |
২৪ | হযরত সুহায়ল (রাঃ) | সহজ |
২৫ | হযরত সালিমাহ (রাঃ) | সুস্থ |
২৬ | হযরত সাহার (রাঃ) | ভোরবেলা |
২৭ | হযরত সামিয়া (রাঃ) | উচ্চ মর্যাদা সম্পন্ন |
২৮ | হযরত সাহাবা (রাঃ) | উজ্জ্বলতা |
২৯ | হযরত সাআদাহ (রাঃ) | সুখ, সমৃদ্ধি |
৩০ | হযরত সালওয়া (রাঃ) | সান্তনা |
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম
ইসলামের পাতা পড়লে দেখা যায় নারী সাহাবী ছিলেন যারা তাদের ঈমান ধৈর্য ও আমলের
কারণে পৃথিবীতেই জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছিলেন। সেটাকে অনেকেই বলে
পৃথিবীতে তারা জান্নাতের টিকিট পেয়েছিলেন। জানাতে সুসংবাদপ্রাপ্ত মহিলা
সাহাবীদের সংখ্যা সচরাচর সবাই ভাবে ১২ জন তবে ১২ জনের থেকেও বেশি জান্নাতের
সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবী রয়েছেন। নিচে দেওয়া হল জান্নাতের সুসংবাদপ্রাপ্ত
মহিলা ১২ জন সাহাবীর নাম। এবং কেন জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন নিচে দেওয়া
হল।
- খাদিজা বিনতে খুয়াইলিদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী এবং ইসলামের প্রথম নারী মু'মিন ছিলেন। আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন পৃথিবীতেই।
-
ফাতেমা বিনতে মুহাম্মদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
কন্যা। আল্লাহ তাকে জান্নাতের নারীদের সর্দার বা নারীদের নেত্রী হিসেবে
জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন।
-
আয়েশা বিনতে আবু বক্করঃ রসূল সাঃ এর স্ত্রী এবং উম্মুল মু'মিনিন।
-
আছিয়া বিনতে মুজাহিমঃ তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। যিনি আল্লাহর
প্রতি ঈমান রেখেছিলেন। একদম মৃত্যুর মুখোমুখি গিয়েও আল্লাহকে অমান্য করেননি।
তাই আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন পৃথিবীতে।
-
মরিয়ম বিনতে ইমরানঃ হযরত ঈসা আলাইহি ওয়া সাল্লাম এর মাতা। পবিত্র
কুরআনে তাকে জান্নাতের মহীয়সী নারীদের একজন হিসেবে উল্লেখ করা হয়।
- হাফসা বিনতে উমরঃ ওমর ইবনুল খাত্তাব রাঃ এর কন্যা এবং রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর স্ত্রী। তাকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল।
- যাইনাব বিনতে জাহশঃ রাসুল সাঃ এর স্ত্রী ছিলেন। তিনি সাহস এবং ধার্মিক মহিলা ছিলেন এবং জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন।
-
উম্মে সালমাঃ রসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর স্ত্রী এবং জান্নাতের
সংবাদ পেয়েছিলেন তার মধ্যে একজন।
-
মাইমুনা বিনতে হারিসঃ রসূল সাঃ এর স্ত্রী।
-
সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর
ফুফু এবং সাহসী মহিলা ইসলামের জন্য সংগ্রাম করেছিলেন।
-
উম্মে আইমানঃ রাসুল সাঃ এর দায় মা এবং প্রিয় নারী সাহাবী রসূল সাঃ
ভালোবাসতেন এবং আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন।
- সাওদা বিনতে যামআঃ রাসুল সাঃ এর স্ত্রী ছিলেন।
উহুদের যুদ্ধে শহীদ সাহাবীদের নাম
অনেকের জানা নাই উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন কোন কোন সাহাবী। ইসলামের
দ্বিতীয় যুদ্ধ হয়েছিল যার নাম ওহুদের যুদ্ধ। এই যুদ্ধে অনেক সাহাবী শহীদ হন।
আমাদের মুসলিম হিসেবে সেই শহীদ সাহাবী তাদের নাম গুলো জানা আমাদের খুবই
প্রয়োজন। উহুদের যুদ্ধ তিন হিজরির শাওয়াল মাসে মদিনার নিকটবর্তী উহুদ পর্বতের
পাদদেশে যুদ্ধটি সংঘটিত হয়। সে যুদ্ধে যে সাহাবীগণ শহীদ হন তাদের নাম
গুলো আসুন জেনে নেওয়া যাক।
আরো পড়ূনঃ ডিসেম্বর মাসের ছুটির তারিখ সমূহ
শহীদ সাহাবীদের নামঃ
- হযরত হামযা ইবনে আব্দুল মুত্তালিব রাঃ
- হযরত মুসআব ইবনে ওমায়ের রাঃ
- হযরত আবু দুঝানা রাঃ
- হযরত আবু সফওয়ান রাঃ
- হযরত আবু কা'ব ইবনে আমির রাঃ
- হযরত সাদ ইবনে রাবি রাঃ
- হারিস ইবনে সাদ রাঃ
- হযরত আবু হুজাইফা ইবনে উতবা রাঃ
- হযরত আব্দুল্লাহ ইবনে যামুহ রাঃ
- হযরত সালমাদ ইবনে সালাম রাঃ
- হযরত আব্দুল্লাহ ইবনে আসলম রাঃ
- হযরত আবদুল্লাহ ইবনে ওয়ালিদ রাঃ
- হযরত জামিল ইবনে উসাইদ রাঃ
- হযরত হাসান ইবনে সাদ রাঃ
- হযরত সালেম বিন হারিস রাঃ
- হযরত খালেদ ইবনে সাদ রাঃ
- হযরত সাদ ইবনে সোবায়া রাঃ
আরো সঠিকভাবে ব্যাখ্যা পেতে হলে আমাদের নবীর উপরে যে আসনে কিতাব অর্থাৎ আমাদের
আল কোরআন নাজিল হয়েছিল। খেয়াল করেন এখনো রয়েছে সেই আল কুরআনে ওহুদের
যুদ্ধের শহীদের সম্পর্কে একদম সম্পূর্ণ সঠিক তথ্য পাবেন।
জ দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
এই পৃথিবীতে বিভিন্ন ধরনের যাদের বিভিন্ন অক্ষর দিয়ে নাম পছন্দ হয়। অনেকে
রয়েছেন যারা র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ খুজে বেড়াই। আবার অনেকে রয়েছে
জ,ব,ম,ক, আরো ইত্যাদি অক্ষর দিয়ে মানুষ নাম খুঁজে বেড়াই.. অনেকে নিজের
বাচ্চার নাম রাখার জন্য নাম খুঁজে বেড়াই। এছাড়াও আরো অনেক ধরনের মানুষ রয়েছে
যারা ইসলাম সম্পর্কে জানতে এবং সাহাবীদের গুনাগুন মেনে নেয়ার জন্য।
ক্রমিক নং | সাহাবীদের নাম | অর্থ সমূহ |
---|---|---|
১ | হযরত জাবির (রাঃ) | মেরামত করিম |
২ | হযরত জাবের (রাঃ) | পুরস্কৃতকারী |
৩ | হযরত জাহির (রাঃ) | স্পষ্ট বা প্রকাশ্য |
৪ | হযরত জাফর (রাঃ) | ধারক বা পরিচর্যা কারী |
৫ | হযরত জিম (রাঃ) | মর্যাদা |
৬ | হযরত জামিল (রাঃ) | সুন্দর |
৭ | হযরত জুলাইহ (রাঃ) | মিলনসার |
৮ | হযরত জাকারিয়া (রাঃ) | আল্লাহ আমাকে স্মরণ করবেন |
৯ | হযরত জামান (রাঃ) | সময় |
১০ | হযরত জেহান (রাঃ) | বিশ্ব বা জগত |
১১ | হযরত জার (রাঃ) | বিদেশী |
১২ | হযরত জুবায়ের (রাঃ) | কীটের মধ্যে প্রধান্য কারী |
১৩ | হযরত জুবাইর ইবনে সাদ (রাঃ) | ভালো বা সুসংবাদী |
১৪ | হযরত জয়তুন (রাঃ) | জলপাই |
১৫ | হযরত জাদ (রাঃ) | পথিক |
নবীজির প্রিয় সাহাবীদের নাম
আমাদের নবীর বহু সাহাবী ছিলেন যারা নবীর হাতে বায়াত করে ইসলাম ধর্ম গ্রহণ
করেছিলেন। সেসব সাহাবীদের মধ্যে কিছু কিছু সাহাবী রয়েছে যারা নবীজির কাছে অনেক
বেশি ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছেন। নবীজির কাছে তারা প্রিয় সাহাবী হিসেবে ছিলেন।
কেন তারা নবীজির প্রিয় সাহাবী ছিলেন জানতে হলে আর্টিকেলটি পুরোটি অবশ্যই পড়ুন।
সাহাবীরা তাদের মহৎ কিছু কাজের জন্য নবীদের কাছে প্রিয় সাহাবীদের তালিকায়
অন্তর্ভুক্ত হয়েছিলেন। আসুন জেনে নেয়া যাক না যে প্রিয় সাহাবীদের নামগুলো।
আবু বক্কর সিদ্দিক(রাঃ) ঃ আবু বক্কর (রাঃ) ছিলেন নবীজির প্রথম
অনুসারী এবং তার প্রতি অত্যন্ত বিশ্বস্ত। তিনি ইসলাম গ্রহণের পর নবীজির সব
সংকটময় তার পাশে দাঁড়িয়েছিলেন। নবীজির জন্য সম্পদ, সময়্, এবং নিজের জীবন
পর্যন্ত উৎসর্গ করতে সংকোচবোধ করেনি। মক্কার কুরাইশদের অত্যাচারের সময় নবীজির
সঙ্গে হিজরত করেছিলেন এবং সর্বদা তার সঙ্গী হিসেবে ছিলেন।
উমর ইবনে আল খাত্তাব (রাঃ) ঃ উমর (রাঃ) ছিলেন ইসলামের অন্যতম
প্রধানের স্তম্ভ। তার দৃঢ়তা ও সাহসিকতার জন্য তিনি পরিচিত ছিলেন। তিনি ইসলাম
গ্রহণের পর প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। যেটি ইসলামের পক্ষে একটি বড়
পদক্ষেপ ছিল। খিলাফতের সময় উমর (রাঃ) তার শাসনকালে ইসলামের ন্যায় বিচারের একটি
নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
আলী ইবনে আবু তালিব (রাঃ) ঃ আলী (রাঃ) অত্যন্ত বুদ্ধিমান ও
সাহসী ছিলেন। নবী সাঃ তাকে বেশি ভালবাসতেন তার জ্ঞান, বিচক্ষণতা ও ইসলাম রক্ষায়
অসীম সাহসিকতার জন্য। আলী (রাঃ) ছিলেন নবীজির চাচাতো ভাই এবং তার জামাই। তিনি
ইসলাম গ্রহণ করেন খুব ছোট বয়সে এবং নবীজির ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে জীবনের প্রতিটি
অধ্যায়ে তার পাশে ছিলেন।
এছাড়াও আরো কিছু সাহাবী ছিলেন যারা নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর প্রিয়
সাহাবীদের মধ্যে ছিলেন। আল্লাহর কোরআন সংরক্ষণ করতে, অত্যন্ত নম্র উদার হওয়ার
কারণে, বিশ্বাসী হওয়ার কারণে, নবীজির ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য,
অর্থনৈতিক ও ব্যবসায়িক সাফল্যতে অবদান রাখা এছাড়াও আরও অন্যান্য কারণে নবীজির
কাছে তারা অনেক প্রিয় ছিলেন। নিচে আরও কিছু নবীজির প্রিয় সাহাবীদের নাম দেয়া
হলো।
- হযরত উসমান ইবনে আফফান (রাঃ)
- হযরত জায়েদ ইবনে হারিসা (রাঃ)
- হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ)
- হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ)
- হযরত বেলাল ইবনে রাবাহ (রাঃ)
- হযরত সালমান আল ফারিসি (রাঃ)
- হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ (রাঃ)
শ্রেষ্ঠ সাহাবীদের নাম
ইসলামে অনেক ধরনের সাহাবী ছিলেন তার মধ্যে কিছু সাহাবী ছিলেন যারা জান্নাতে
সুসংবাদপ্রাপ্ত ছিলেন, কিছু সাহাবী ছিলেন যারা নবীজির অনেক প্রিয় সাহাবী
ছিলেন্, আবার কিছু ছাড়ছিলেন যারা ইসলামের শ্রেষ্ঠ সাহাবী ছিলেন। তারা তাদের
বিভিন্ন কাজের জন্য বিভিন্ন উপাধি হিসেবে ছিলেন। যদি আপনি পুরো আর্টিকেলটি
পড়তে থাকেন তাহলে উপরে অনেক সাহাবীদের নাম গুলো দেখতে পাবেন তাদের মধ্যে অনেক
সাহাবীদের নাম বলা আছে যারা শ্রেষ্ঠ সাহাবী ছিলেন।
আরো পড়ূনঃ সময়ের সাথে নিজেকে পরিবর্তন
নবীজির সাহাবীরা সবাই তাদের অনুগত্য, সততা ও সাহসিকতা এবং ইসলামের প্রতি ভালোবাসা
কারণে শ্রেষ্ঠ সাহাবী হিসেবে গণ্য হয়েছিলেন। তাদের নিজস্ব গুণাবলী ছিল এবং তাদের
শ্রেষ্ঠ সাহাবী হিসেবে গণ্য করা হয়। নিচে কিছু সাহাবীদের নাম দেওয়া হল যারা
শ্রেষ্ঠ সাহাবী ছিলেন।
নাম সমূহঃ
- হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ)
- হযরত ওমর ইবনে আল খাত্তাব (রাঃ)
- হযরত ওসমান ইবনে আফফান (রাঃ)
- হযরত আলী ইবনে আবু তালিব (রাঃ)
- হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ)
- হযরত তালহা ইবনে ওবাইদুল্লাহ (রাঃ)
- হযরত জুবায়ের ইবনে আওয়াম (রাঃ)
- হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ)
- হযরত সাঈদ ইবনে জায়েদ (রাঃ)
- হযরত আবু ওবায়দা ইবনে আল জাররাহ (রাঃ)
শহীদ সাহাবীদের নাম
ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম ও অক্লান্ত চেষ্টা করা হয়েছে।
এজন্য অনেক বড় বড় যুদ্ধ করতে হয়েছিল নবী সহ নবী সাহাবীদের। যেমন বদরের
যুদ্ধ, উহুদের প্রান্তের যুদ্ধ এমন অনেক বড় বড় যুদ্ধ করতে হয়েছিল কাফেরদের
সাথে। সেই যুদ্ধের ময়দানে নবীজির অনেক সাহাবী ইসলামের প্রতিষ্ঠিত করার জন্য
শহীদ হয়েছিলেন। সেসব সাহাবীদের নাম আমাদের জানা প্রয়োজন। কারণ তাদের জীবনের
সঙ্গে মিল রেখে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি এজন্য।
শহীদ সাহাবীদের নাম গুলোঃ
- হযরত আবু হুজাইফা ইবনে উতবা রাঃ
- হযরত আব্দুল্লাহ ইবনে যামুহ রাঃ
- হযরত সালমাদ ইবনে সালাম রাঃ
- হযরত আব্দুল্লাহ ইবনে আসলম রাঃ
- হযরত আবদুল্লাহ ইবনে ওয়ালিদ রাঃ
- হযরত জামিল ইবনে উসাইদ রাঃ
- হযরত হাসান ইবনে সাদ রাঃ
- হযরত সালেম বিন হারিস রাঃ
- হযরত খালেদ ইবনে সাদ রাঃ
- হযরত সাদ ইবনে সোবায়া রাঃ
- হযরত হামযা ইবনে আব্দুল মুত্তালিব রাঃ
- হযরত মুসআব ইবনে ওমায়ের রাঃ
- হযরত আবু দুঝানা রাঃ
- হযরত আবু সফওয়ান রাঃ
- হযরত আবু কা'ব ইবনে আমির রাঃ
- হযরত সাদ ইবনে রাবি রাঃ
- হারিস ইবনে সাদ রাঃ
আমার শেষ কথায়ঃ র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
আশা করি আপনি আমাদের এই আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়েছেন। আমরা যে
শুধু র দিয়ে সাহাবীদের নাম সম্পর্কে বলেছি তা কিন্তু নয় আরো অন্যান্য যারা
স্বাভাবিক ছিলেন তাদের সম্পর্কেও সঠিক ধারনা দিয়েছি। আমরা শুধু একটি বিষয় নয়
আপনি যে বিষয়ে জানতে চান সেই বিষয়ে ছাড়াও আরো সেই বিষয়ে অনুযায়ী যত রকমের
কথা রয়েছে সবগুলোই বলার চেষ্টা করি, যাতে করে আপনারা উপকৃত হন।
যদি এই আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়ে থাকেন, তাহলে অনেক
সাহাবীদের নাম জানতে পারবেন এবং সাহাবীদের গোল সম্পর্কে জানতে পারবেন। আপনার
জানা ও অজানা সকল ধরনের তথ্য এ আর্টিকেলটিতে আপনাদের পরিমাণ অনুযায়ী
দেয়ার চেষ্টা করেছি। আর্টিকেলটিতে কোন ভুল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে
যাবেন। আর ভালোলাগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং যেকোনো
সমস্যা সমাধানের জন্য নিচে যোগাযোগ বাটনে চাপ দিন।
SHAMSA2Z নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url