গোপনীয়তা ও নীতিমালা
০১। SHAMSA2Z এর সাথে পরিচিতি
SHAMSA2Z ব্লগারে আপনাদের স্বাগতম। আমার শিক্ষামূলক, জীবন যাপনমূলক্ শারীরিক শিক্ষা, এবং অনলাইনে ইনকাম সহ আরো অনেক বিষয় সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করে থাকি। আমাদেরওয়েব সাইটে থাকা সকল তথ্য ও পরামর্শ আমাদের নিজস্ব অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে প্রদান করা হয় । এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট এর ওপর অন্য কোন ওয়েবসাইটের মালিকানা নেই।
০২। গোপনীয়তা নীতিমালা
- ব্যক্তিগত তথ্য সংগ্রহঃ আমরা এই ওয়েবসাইট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনার নাম ও ইমেইল ঠিকানা আমাদের কাছে পৌঁছাবে যা শুধুমাত্র আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্য ব্যবহৃত হবে।
- কুকিজ ব্যবহারঃ আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে যাতে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করা যায় (কুকিজ হলো ছোট ফাইল যা আপনার ডিভাইসে সংরক্ষিত হয় এবং এইটা আমাদের ওয়েবসাইটের কার্যকারিতা ও পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করে)।
- তৃতীয় পক্ষের লিংক বা অ্যাডঃ আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের লিংক থাকতে পারে যেগুলোর উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই।, এই লিঙ্কগুলোতে ক্লিক করার পর আপনি দ্বিতীয় পক্ষে ওয়েব সাইটে চলে যাবেন, এবং সে ওয়েবসাইট গুলোর গোপনীয়তা নীতিমালা বা কনটেন্ট এর জন্য দায়ী থাকবো না।
০৩। SHAMSA2Z নীতিমালা
- তথ্য প্রদানঃ SHAMSA2Z ওয়েবসাইটে থাকা সকল তথ্য আমাদের নিজস্ব গবেষণা ও অভিজ্ঞতার উপর বিরক্ত করে প্রদান করা হয়। আমরা চেষ্টা করি সঠিক ও আপডেট তথ্য বাতায়ন করতে, কিন্তু কোন তথ্য ভুল বা অসম্পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে আপনি চাইলে আমাদের ভুলটি সংশোধনের জন্য আমাদের যোগাযোগ পেজে মেসেজ দিয়ে ভুলটি শুধরানোর জন্য বলতে পারেন।
- দায়বদ্ধতাঃ আমরা আমাদের ওয়েব সাইটে থাকা তথ্যের কোন আইনগত দায়বদ্ধতা করি না। ব্যবহারকারীরা নিজের দায়িত্বে আমাদের ওয়েবসাইট থেকে তথ্য ব্যবহার করবেন।
- নতুন কিছুঃ আমরা প্রতিনিয়তই আমাদের ব্লগারে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে থাকি। আপনারা যেন SHAMSA2Z থেকে সকল ধরনের পরামর্শ, সাহায্য সহযোগিতা, সকল ধরনের তথ্য সংগ্রহ করতে পারেন সেজন্য আমরা সব সময় প্রচেষ্টাতে আছি। তবে আমাদের ওয়েব সাইটের নীতিমালা যে কোন সময়ে পরিবর্তন হতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখবেন এবং নীতিমালা গুলো মেনে চলবেন।
০৪। SHAMSA2Z এর কপিরাইট নীতি
- কপিরাইটঃ এই ওয়েব সাইটে প্রদত্ত সমস্ত উপাদান, যার মধ্যে লেখা্ চিত্র, ভিডিও এবং অন্যান্য কন্টেন্ট্ অন্তর্ভুক্ত,SHAMSA2Z এর মালিকানা। কোন ধরনের অনুমতি ছাড়া SHAMSA2Z এই ওয়েবসাইট এর যেকোনো কনটেন্ট কপি করা, বিতরণ করা, বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ । আমাদের কনটেন্ট সৃষ্টির পেছনে আমাদের লেখক এবং গবেষক দল পরিশ্রম এবং সময় ব্যয় করে থাকেন। তাই, আমাদের কন্টেন্টের কপিরাইট সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- কপিরাইট অধিকারঃ SHAMSA2Z ব্লগার ওয়েবসাইট এর সমস্ত কন্টেন্ট, যার মধ্যে রয়েছে পাঠ্য্ ছবি, গ্রাফিক্স এবং অন্যান্য মাল্টিমিডিয়া উপাদান, যা সম্পূর্ণরূপে কপিরাইট আইন দ্বারা সংরক্ষিজা। আমাদের অনুমতি ছাড়া এই কনটেন্ট কোন ধরনের কপি করা যাবে না। আমরা আমাদের কন্টেন্টের করার জন্য কপিরাইট আইন প্রয়োগ করবো এবং প্রয়োজনে আইনে গত পদক্ষেপ গ্রহণ করব।
- অনুমতি ও লাইসেন্সিংঃ আমাদের কনটেন্ট ব্যবহার করার জন্য অনুমতি বা লাইসেন্স প্রয়োজন হলে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। অনুমতি ব্যতীত আমাদের কন্টেন ব্যবহার করা আইনগত পদক্ষেপ গ্রহণ করা হতে পারে । আমরা কেবলমাত্র আমাদের অনুমোদিত ব্যবহারকারীদের কনটেন্ট ব্যবহারের অনুমতি প্রদান করি।
০৫। কমেন্ট পলিসি
- সৌজন্যমূলক আচরণ করুন, গালাগালি্ অপমানজনক বা অপমান্যকর ভাষা ব্যবহার থেকে বিরত থাকুন।
- আমাদের কোন পোস্ট বা ভিডিও আপনার কাছে ভালো লাগলে সেটা সম্পর্ক মন্তব্য করতে পারেন।
- মন্তব্যে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য প্রকাশ করবেন না এবং অন্যের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।
- কোন প্রকার ঘৃণা বাচক বক্তব্য, বৈষম্যমূলক বা হয়রানিমূলক মন্তব্য গ্রহণযোগ্য নয় ।
- জাতি ,ধর্ম্ লিঙ্গ, জাতিগত তা বা অন্যান্য সংশ্লিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোন বিদ্বেষ মূলক মন্তব্য করবেন না।
- আমরা যেকোনো সময়ে এই নীতিমালা লংঘনকারী মন্তব্যটি মডারেট, সম্পাদনা বা অপসারণের অধিকার সংরক্ষণ করি। পুনরাবৃত্তি লঙ্ঘনের ফলে আপনার মন্তব্য করার অধিকার বাতিল হতে পারে ।
- যদি আপনি কোন মন্তব্য যা এই নীতিমালা লঙ্ঘন করে দেখতে পান, তবে আমাদের মডারেশন টিমকে রিপোর্ট করুন ।
SHAMSA2Z নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url